Kunal Ghosh, TMC, অভিষেকের নির্দেশই সার, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দলের প্রচার অব্যাহত

আমাদের ভারত, ২৫ অক্টোবর: জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের ঠিক পরেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন,আন্দোলনকারীদের বিরুদ্ধে যেন নেতিবাচক কিছু প্রচার করা না হয়। কিন্তু সেই নির্দেশকে গুরুত্ব দিচ্ছেন না দলেরই একাংশ। শুক্রবারও তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এক্সবার্তায় কুণাল ঘোষ অবশ্য দাবি করেছেন, অধুনা ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে আগে কীভাবে হুমকি সংস্কৃতির অভিযোগ উঠেছিল। তিনি লিখেছেন, “মধুমিতা ঘোষ রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। ২৬শে জানুয়ারি ২০২১, তাঁকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় যখন পাওয়া যায় ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। মেয়েটির বাবা- মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।

কলেজে দাদাগিরি, থ্রেট কালচারের সাথে মধুমিতা ঘোষের খুনে অভিযুক্ত সেদিনের সেই শাহবাজ এখন থ্রেট কালচারের বিরুদ্ধে ডায়ালগ দিচ্ছে সাথে জাস্টিসের স্লোগান। আর অনিকেত মাহাতোদের দেওয়া নটোরিয়াস ক্রিমিনালের (!) লিস্টে কিন্তু এর নাম থাকে না, কারণ উনি অনিকেতদের লবির।

২০২১ সালের সেই এফআইআর কপি এবং মধুমিতার বাবার অভিযোগপত্র দেওয়া রইল, আশা করব জুনিয়র ডাক্তারবাবুরা এবারে পরিষ্কার করে জানাবেন যে এই শাহবাজ শেখ (যাকে ছবিতে দেখা যাচ্ছে গোল চিহ্নিত করা) তিনি সমাজসেবী নাকি নটোরিয়াস ক্রিমিনাল! অপেক্ষায় রইলাম। তথ্য সৌজন্য- অরূপ চক্রবর্তী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *