Sukanta, BJP, Abhishek, ২ লক্ষ টাকা-চাকরি দিয়ে নিজের পক্ষে কথা বলিয়েছেন অভিষেক, পরিযায়ী শ্রমিক ফেরত আনার ইস্যুতে পাল্টা জবাব দিলেন সুকান্ত

আমাদের ভারত, ৮ জানুয়ারি: মহারাষ্ট্র থেকে ফেরা দুই পরযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করেন তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের সঙ্গে দেখা করে তিনি বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কঠোর সমালোচনা করেন। দুই পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারকে সঙ্গে নিয়ে অভিষেক দাবি করেন, সাংসদ হিসেবে সুকান্ত মজুমদার তাদের জন্য কিছুই করেননি। পাল্টা এই ইস্যুতে অভিষেকের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপি নেতা বলেন, ওই দুই পরিযায়ী শ্রমিককে ২ লক্ষ টাকা ও চাকরি দিয়ে নিজের পক্ষে কথা বলিয়েছেন অভিষেক। তাঁর দাবি, তিনিই প্রথম ওই দুই পরিযায়ী শ্রমিক পরিবারের পাশে ছিলেন।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের দুই পরিযায়ী শ্রমিক অসিত সরকার ও গৌতম বর্মনকে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বাড়িতে গিয়ে দাবি করেন, বাংলা ভাষা বলার জন্য তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে মহারাষ্ট্রে গ্রেপ্তার করা হয়। মহারাষ্ট্রে বিজেপির শাসন, অথচ বালুরঘাটের বিজেপি সাংসদ তা সত্ত্বেও দু’জনকে জেল থেকে ছাড়ানোর বিষয়ে কিছুই করেননি।

এই অভিযোগ অস্বীকার করে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তৃণমূল নেতার “ডিল” হওয়ার ইঙ্গিত দেন। যার ফলে পরিযায়ী শ্রমিকরা এখন অভিষেকের সুরে কথা বলছেন বলে দাবি করেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের সঙ্গে দেখা করেছেন তাদের ভিডিও তো আমি ইতিমধ্যেই প্রকাশ্যে নিয়ে এসেছি। তাতে স্পষ্ট যে আমি তাদের সাহায্য করেছিলাম। এরপর তাদের কাছে কিছু অফার গিয়েছে। তিনি বলেন, চাকরি দেওয়ার অফার গিয়েছে। ২ লক্ষ টাকা দেওয়ার অফার গিয়েছে। সেইজন্যে তারা ওই পক্ষে রয়েছে। আমার কাছে গরু পাচারের টাকা নেই, কয়লা পাচারেরে টাকা নেই, ভাইপোর কাছে আছে। আমি যদি দিতে পারতাম ওরা আমাদের পক্ষে হয়ে কথা বলতো।

একইসঙ্গে তার দাবি বালুরঘাটের মানুষ তার সঙ্গেই আছেন। তিনি বলেন, আমাকে পরাজিত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবার গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চার বার, দেব গিয়েছেন দু’বার। বাবুল সুপ্রিয়, ব্রাত্য বসুসহ তৃণমূলের বহু নেতা মন্ত্রী বালুরঘাটে গিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল আমাকে হারানো‌‌। কিন্তু বালুরঘাটের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুই গালে দুটি থাপ্পড় দিয়ে নন্দলাল বানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। অভিষেকের উদ্দেশ্যে সুকান্ত মজুমদারের টিপ্পনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের চারবার সভা করে আমাকে হারাতে পারেনি তুই কোন “চুনোপুটি”

বালুরঘাটে দাঁড়িয়ে অভিষেক বলেছেন, সুকান্ত মজুমদার মানুষের পাশে থাকেন না। উনি ফ্যাশন শোয়ে হাঁটেন। এর প্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন, আমার এলাকার মানুষ জানেন আমি কোথায় হাঁটি। র‌্যাম্পে তো উনি হাঁটেন। আমি আজকে চ্যালেঞ্জ করছি উনি তো গরিবের বাড়িতে গিয়েছেন, ওনাকে বলতে বলুন উনি কোন ব্র্যান্ডের জামা, প্যান্ট, জুতো পরে গিয়েছেন। আমি আমারটা বলতে পারব। তাহলেই বোঝা যাবে গরিবের পাশে কে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *