Abhishek, TMC, হাসপাতালে সোনালী খাতুনের সঙ্গে দেখা করলেন অভিষেক, নবজাতক ছেলের নাম রাখলেন ‘আপন’

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৬ জানুয়ারি: হাসপাতালে সোনালী খাতুনের সঙ্গে দেখা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নবজাতক ছেলের নাম রাখলেন ‘আপন’। এর আগে সোনালী খাতুন আবেদন জানিয়েছিলেন যে, তিনি চান তার সন্তান যেন ভারতের মাটিতে জন্মায় এবং শিশুটির নাম যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। রামপুরহাটে একটি জনসভা শেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে যান এবং সোনালী খাতুনের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “সোনালীর চোখের জলের জন্য বিজেপিকে মূল্য চোকাতে হবে।”

হেলিকপ্টার সংক্রান্ত বিভ্রান্তি কাটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের রামপুরহাটে একটি জনসভায় ভাষণ দেন। সভা শেষে তিনি রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে যান। সেখানে তিনি সদ্যোজাত পুত্রসন্তানের জন্ম দেওয়া সোনালী খাতুনের সঙ্গে দেখা করেন। বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সোনালী খাতুনের সঙ্গে কথা বলেছি। সে আমাকে সব বলেছে—কীভাবে তাকে দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় ও জঙ্গলে কাটাতে হয়েছে। পরে তারা ঢাকায় পৌঁছলে বাংলাদেশের পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং তাদের জেলে থাকতে হয়। শুধু সোনালী খাতুন নয়, তার গর্ভের সন্তানকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। সোনালী খাতুনের চোখের জলের জন্য বিজেপিকে মূল্য চোকাতে হবে। তাদের একমাত্র অপরাধ হলো তারা বাংলা ভাষায় কথা বলে।”

তিনি আরও বলেন, “তার বাবা-মায়ের নাম ২০০২ সাল থেকে ভোটার তালিকায় রয়েছে। তারপরেও কীভাবে তাদের জোর করে বাংলাদেশি তকমা দেওয়া হলো? যখন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা করা হলো, তখন সেই অভিযোগ খারিজ হয়ে যায়। আমি সমস্ত প্রোটোকল মেনে ভেতরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। সোনালী ও তার মা আমাকে বাচ্চাটির নাম রাখার জন্য অনুরোধ করেন। আমি তাদের বললাম যে, যেহেতু তারা এত প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে, তাই তাদেরই এই শিশুটির নাম রাখা উচিত। তারপরেও তারা জোর করতে থাকে। আমি শিশুটির নাম ‘আপন’ রেখেছি, কারণ যেভাবে তাদের বহিরাগত হিসেবে গণ্য করা হয়েছে—এই মানুষগুলো সবাই আমাদেরই আপনজন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *