আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা পৌঁছে দিলেন বাড়ি বাড়ি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডার যারা দিল্লিতে ধর্নায় গিয়েছিল সেইসব শ্রমিকদের বাড়ি বাড়ি টাকা পৌঁছে দেওয়া হল।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বৃহস্পতিবার সকালে নিজের বিধানসভা এলাকার মাতলা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে সাংসদের পাঠানো টাকা ও শুভেচ্ছা বার্তা তুলে দিলেন সেই শ্রমিকদের হাতে। ক্যানিং মহকুমা এলাকার মোট ১৮ জনকে প্রথম দফায় টাকা পাঠানো হয়েছে।
এদিন বাপ্পা মিস্ত্রী, অন্নপূর্ণা শিকারি, শ্বাতী মিস্ত্রীর হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো টাকা তুলে দেন পরেশ। তিনি বলেন, “আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন তিনি তা রক্ষা করেন। দিল্লিতে দাঁড়িয়ে এইসব আন্দোলনকারী শ্রমিকদের ১০০ দিনের টাকা ফেরত দেবেন বলেছিলেন। আজ তা করে দেখালেন।”

