আমাদের ভারত, ব্যারাকপুর, ২ জুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করতে যাচ্ছেন না, বরং গরু পাচারের কিং পিন বিনয় মিশ্রর সাথে দেখা করতে যাচ্ছেন”, শ্যামনগরে এক দলীয় বৈঠকে এসে আবারো বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগরে বিজেপির দলীয় কার্যালয় ব্যারাকপুরে সংগঠনিক নেতা কর্মীদের সাথে এক বৈঠকে অংশ নিতে আসেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাইতে যাওয়ার আবেদন ইডি খারিজ করে দেন। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হলে তাকে আদালত দুবাই যাওয়ার অনুমতি দেন। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই যাবেন তার চিকিৎসার জন্য। এপ্রসঙ্গে শ্যামনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কয়লা ও গরু পাচার কাণ্ডের কিং পিন হলেন বিনয় মিশ্র। ওনি প্রথমে তৃণমূল যুবার সহ-সভাপতি হয়েছিলেন। পরে উনি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। শুভেন্দুর দাবি, মমতার পুলিশ ওকে নেপালে পাঠিয়েছে। নেপাল থেকে উনি দুবাইতে গিয়েছেন। সেখানে অভিষেকের সঙ্গে বিনয়ের সাক্ষাৎ হতে পারে।
অপর দিকে কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে বিজেপির দুই সাংসদের বিরুদ্ধে। ইতিমধ্যেই দুই সাংসদ-সহ আটজনের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের হয়েছে। তিনি কল্যাণী এইমসে নিয়োগ প্রসঙ্গে বলেন, ভারত সরকার কল্যাণী এইমসে কোনও নিয়োগ করেনি। নিয়োগ করেছে একটা এজেন্সি। তবে তৃণমূল যদি প্রকৃত তদন্ত চায়, তাহলে এফআইআর সিবিআইয়ের কাছে ফরোয়ার্ড করতে হবে। কারণ কেন্দ্রের কোনো বিষয়ে সিবিআইকে তদন্ত করতে হয়। শুভেন্দু অধিকারী এদিন সাফ জানিয়ে দেন, কেন্দ্রীয় কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করার এক্তিয়ার নেই রাজ্য পুলিশ কিংবা সিআইডি’র।
এদিন তিনি অভিযোগ করেন যে, রাজ্যে স্বাস্থ্য ব্যাবস্থা ভালো করার জন্য মেডিকেল কলেজ তৈরী করতে কেন্দ্র সরকার তার ভাগের টাকা দিয়ে দিলেও সেটা তৈরি হয়নি। কারণ রাজ্য সরকার দেউলিয়া সরকার, তার ভাগের টাকা দিতে পারছে না তাই মেডিক্যাল কলেজ তৈরির কাজ থমকে আছে রাজ্যে।

