পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনে এসে হাসপাতালে নিষিদ্ধ স্যালাইনে প্রসূতির মৃত্যু এবং বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে রাজ্য ও কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সম্মেলনে যোগ দিয়ে আক্রমণাত্মক সুরে তিনি বলেন, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো কালীঘাট এবং ক্যামাক স্ট্রীট থেকে গোটা রাজ্যে দুর্নীতির সাম্রাজ্য চালাচ্ছেন। তাদের এই দুর্নীতির কারণেই হাসপাতালে প্রসূতির মৃত্যু হয়েছে। রাজ্যজুড়ে ভেজাল ওষুধ ও বিষাক্ত স্যালাইন চলছে। এসবের পাশাপাশি চলছে থ্রেট কালচার। মহম্মদ সেলিম বলেন, আরজিকর হাসপাতালে যে মেয়েটি মারা গেল তাকে খুন এবং ধর্ষণ করা হলো। এই ঘটনায় অনেকেই যুক্ত। কিন্তু আজ দেখা যাচ্ছে বিজেপি, তৃণমূল, সিআইডি ও সিবিআই সবাই তালে তাল মিলিয়ে চলেছে। সর্বত্র দুর্নীতি চক্র কাজ করছে। এসব ইন্টারন্যাশনাল র্যাকেটের কাজ। ওষুধ স্যালাইন সহ হাসপাতালে সাপ্লাই নিয়ে যখন জালিয়াতি হয় তখন সেখানে বড় বড় কোম্পানি এবং চক্র জড়িত থাকে। এগুলো আন্তর্জাতিক মানের দুর্নীতি চক্র।
মহম্মদ সেলিম বলেন, আজ আসলে অভিষেকের নেতৃত্বে এ রাজ্যে মাফিয়া রাজ্য চলছে। সিবিআই বিজেপি এসব নিয়ে কিছু বলবে না। মেদিনীপুরের ঘটনাটি আপনারা তো দেখছেন। আপনারা ভাবছেন শুভ বন্ধুরা কিছু বলবে, কিন্তু কোথায় তারা? মীনাক্ষীদের কেন লড়তে হচ্ছে?
আসলে এখানে মাফিয়া রাজ চলছে। আর অভিষেক ব্যানার্জি অমিত শাহতে জমা পড়ে গেছে। সুতরাং গরু পাচার, বেআইনি শিক্ষক নিয়োগ সহ যত দুর্নীতিই করুক, চার্জশিট থেকে তাকে বাইরে রাখবে।