রবিবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আমাদের ভারত,ডায়মন্ড হারবার, দক্ষিন ২৪ পরগনা: আগামী ২৭শে ডিসেম্বর তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থানার অন্তর্গত কেল্লার মাঠে জনসভা করবেন। ইতিমধ্যেই সেই মাঠে সভামঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। ডায়মন্ড হারবার শহরের চারিদিকে অভিষেক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স, ছবিতে ছেয়ে দিয়েছেন তৃণমূল কর্মীরা। চারিদিকে লাগানো হয়েছে তৃণমূলের পতাকা।

দুই সপ্তাহ আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই সভাস্থল থেকে সামান্য দূরে ডায়মন্ড হারবার রেডিও স্টেশন মাঠে কর্মিসভা করছেন। শুধু ডায়মন্ড হারবার নয়, রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের মতো দক্ষিন ২৪ পরগনা জেলাতেও সবকটি বিধানসভা কেন্দ্রে নানা ধরনের কর্মিসভা ও জনসভা করছেন বিজেপি নেতৃত্ব। তবে বিজেপি এই জেলায় পাখির চোখ করেছে ডায়মন্ড হারবারকে। আর সেই কারনে একের পর এক কর্মসূচি এই জেলায় গ্রহণ করে চলেছেন বিজেপি কর্মীরা। সেই কারনে বিজেপিকে রুখে দিতে ডায়মন্ড হারবারে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই সভাস্থল ঘুরে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছেন প্রশাসনের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *