“অভিষেক ব্যানার্জির ধুপগুড়িকে মহকুমা ঘোষণার টোটকাতেই বাজিমাত,” তৃণমূল প্রার্থীর জয়ের পর দাবি গৌতম দেবের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ সেপ্টেম্বর: অভিষেক ব্যানার্জি ধুপগুড়িকে মহকুমা ঘোষণার টোটকাতেই বাজিমাত। তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের পর এমনটাই দাবি শিলিগুড়ির মেয়র তথা ধুপগুড়ির উপনির্বাচনের দায়িত্বে থাকা গৌতম দেব। সংখ্যালঘু ভোটেই নাজেহাল হল বিজেপি। ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে ৪,৩১৩ ভোটে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ রায় জয়ী হলেন।গত বিধানসভা নির্বাচনেও ৪৩৫৫ ভোট জিতেছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়।

বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন মোট ৯২৬৪৮ ভোট, তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় ৯৬৯৬১ ভোট, সিপিএম- কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বর চন্দ্র রায় মোট ১৩৬৬৬ ভোট।

এদিন তৃণমূল নেতা গৌতম দেব জানান, এই জয় মা মাটি মানুষের জয়। অভিষেক ব্যানার্জি ধুপগুড়ির নির্বাচনী প্রচারে এসে ধুপগুড়িকে মহকুমা করা হবে বলে ঘোষণা করেছিলেন। সেই দাবি ছিল দির্ঘ দিনের। অভিষেক ব্যানার্জি তারিখ দিয়ে মহকুড়া গড়া হবে বলে ঘোষণা করেন সেই বিষয়টা মানুষ ভালো ভাবে নিয়েছে।

এদিকে বিজেপি প্রার্থী তাপসী রায় বলেন, অভিষেক ব্যানার্জির মহকুমার ঘোষণা আমাদের হারিয়ে দিয়েছে।আমি লড়াই করতে নেমেছি লড়াই চালিয়ে যাব।

বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, আমরা ভালো লড়াই করেছি। তবে সংখ্যালঘু ভোট আমাদের হারিয়ে দিল। আমাদের মানুষ আশির্বাদ করেছে বলে লড়াই হয়েছে।

এদিকে বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, গত পঞ্চায়েত ভোট থেকে আমরা বেশি ভোট পেয়েছি। আমরা লোকসভা নির্বাচনে ভালো ফল করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *