নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ সেপ্টেম্বর:
আগামী রবিবার দলীয় বিধায়কদের নিয়ে ফের ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সকল বিধায়কে আবেদন করেছে ডায়মন্ড হারবারের সাংসদ। রবিবার চারটে পর এই রিভিউ বৈঠক হবে বলে তৃণমূল ভবন সূত্রের খবর।
কৃষি বিল দিয়ে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে চায় তৃণমূল। যদিও প্রতিদিন কেন্দ্রের এই নতুন বিল দিয়ে আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসক দল। তবে এবার এই আন্দোলন গ্রাম বাংলাতেও ছড়িয়ে দিতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রত্যেক বিধানসভাতে দলকে পথে নামাতে চান তিনি। তার জন্যই দলের বিধায়কদের নিয়ে বৈঠক করতে চান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
প্রসঙ্গত, এদিন কৃষি বিল নিয়ে রাজ্যজুড়ে পথ অবরোধ করেছে বামেরা। তৃণমূল কংগ্রেস সেই রাস্তাতে না হাঁটলেও রাজ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে ঝাঁঝ বাড়াতে চায়। আগামী দিনে আন্দোলনের রূপরেখা কি হবে, দলীয় বিধায়কদের কাছে তা খোলাসা করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার দলীয় বিধায়কদের কাছে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা জানাবেন তিনি।