আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৯ জুন: মুর্শিদাবাদ জেলাতে বজ্রপাতে মৃত ৯ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রঘুনাথগঞ্জ ও বহরমপুরে তিনি এদিন দেখা করেন মৃতদের পরিবারের সদস্যদের সাথে।
রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মির্জাপুরের নওদা এলাকাতে বজ্রপাতে মৃত ৭ পরিবারের ও বজ্রপাতে মৃত আরও দুই পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার দুপুরে বহরমপুর স্টেডিয়ামে হেলিকপ্টারে করে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরে তিনি সড়কপথে অভিজিৎ বিশ্বাস ও প্রল্লাদ মুরালীর দুই পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। দুই পরিবারের সদস্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে একটি চাকরির দাবি করেন। মৃত দুইজনেই বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তাই বর্তমানে তারা সমস্যায় পড়েছেন। ফলে তারা একটি করে চাকরির দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। চাকরির বিষয়টি দেখার আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মির্জাপুরের নওদা এলাকার সুতি ও রঘুনাথগঞ্জে বজ্রপাতে মৃত ৭ পরিবারের সদস্যদের সাথে তিনি দেখা করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এটাই ওই পরিবারের পাশে দাঁড়ানো সময়। বজ্রবিদ্যুৎ যারা মারা গেছে তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। সরকারিভাবে মোকাবিলা করার জন্য তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা যাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি সেটাই আমরা দেখব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেন, নির্বাচনের আগে যে বিজেপি কলাপাতায় ভাত খায় আর খাটিয়াতে বসে ছবি তোলে, এপ্রিলে মার্চে গ্রামে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল যে বহিরাগতদের। আর মে মাসের ২ তারিখে নির্বাচনের ফল ঘোষণার পর আজ বিজেপির কাউকে দেখা যাচ্ছে না। আজ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মানুষের পাশে রয়েছে। বহিরাগতদের বাংলাতে কোনও জায়গা নেই, তাই বাংলা নিজের মেয়েকেই চাই। মানুষের বিপদের দিনে তৃণমূল কংগ্রেসকে সবসময় পাশে পাবেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি আগে নিজেদের অন্তর্দ্বন্দ্ব মেটাক। সাধারণ মানুষকে বলবো তৃণমূল একটা রাজনৈতিক দল, তারা মানুষের বিপদে পাশে থাকবে।
বিজেপি ঘোষণা করেছে যে আর্থিক অনুদান দেওয়া হবে কিন্তু এখনও মৃতদের পরিবারকে দেয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করেছে আর্থিক অনুদান তুলে দেওয়া হবে সেটা ইতিমধ্যেই মানুষের কাছে পৌঁছে গিয়েছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান।
উল্লেখ্য, সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে ২৭ জন প্রাণ হারিয়েছেন। তা নিয়ে গতকালই প্রধানমন্ত্রী টুইট করে শোক প্রকাশ করে কেন্দ্রের তরফে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেনl একই ভূমিকা নিয়েছে রাজ্য সরকারও।