তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ১২ জানুয়ারি: রাজ্যে এসে অনেক বড় বড় কথা বললেও মূল সমস্যাগুলোই এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার টুইটে এমনই অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারই ধর্মতলার ধরনামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দলনেত্রীর করা অভিযোগের সুর ধরেই অভিষেক টুইট করেন, ‘পশ্চিমবঙ্গকে অবিলম্বে ৩০ হাজার কোটি টাকা দেওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় বুলবুলের জন্য আরও সাত হাজার কোটি টাকা দেওয়ার কথা। প্রধানমন্ত্রী তিন বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, গঙ্গাসাগর মেলার জন্য লোহার সেতু বানিয়ে দেবেন। অথচ রাজ্যে এসে এই সব প্রতিশ্রুতি তিনি এড়িয়ে গেলেন।’
অভিষেক অভিযোগ করেন, ‘কেন্দ্রের মোদি সরকার উন্নয়নের ক্ষেত্রে বিজেপি এবং অবিজেপিশাসিত রাজ্যের মধ্যে তুলনামূলক ফারাক করছে। কিন্তু, যে সহানুভূতি বিজেপিশাসিত রাজ্যগুলো পায়, তার ছিটেফোঁটা সহানুভূতিও পশ্চিমবঙ্গের মতো অবিজেপিশাসিত রাজ্যগুলো পায় না।’
অভিষেক বলেন, ‘প্রধানমন্ত্রী যদি বন্দরের নামবদলের পরিবর্তে বন্দর এবং জলসম্পদ ক্ষেত্রের উন্নয়নে জোর দিতেন, যুবদিবসের দিন সেটাই রাজ্যের যুবশ্রেণির কাছে সবচেয়ে বড় উপহার হত।’ অভিষেকের অভিযোগ, সেটা না-করে, প্রধানমন্ত্রী স্রেফ রাজ্যে এসে গালভরা বক্তব্য রেখেছেন। তাঁর সেই বক্তব্য তালি কুড়োলেও তাতে কোনও কাজের কাজ হয়নি।