পোর্ট ট্রাস্ট থেকে ভোট পরবর্তী অশান্তির তদন্তে সিবিআই, হাজির অভিজিতের দাদা

রাজেন রায়, কলকাতা, ২৩ আগস্ট: ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের নির্দেশের পরই তদন্তের জন্য ৪টি সিট গঠন করেছে সিবিআই। সোমবার সকালে রাজ্যে এসে পৌঁছেছেন তার জয়েন্ট ডিরেক্টররা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে পোর্ট ট্রাস্টের একটি অফিসকে বেস ক্যাম্প বানিয়ে সেখান থেকেই চলবে তদন্ত। আর প্রথম দিন আসার পরেই নিজাম প্যালেস এসে হাজির হলেন বেলেঘাটায় ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার।

তৃতীয় কোনও জায়গা বেছে নেওয়ার কারণ কী? চারটি টিম তদন্তে নামায় সব মিলিয়ে তদন্তকারীদের সংখ্যাও অনেক বেশি। কারণ তদন্তকারীদের মধ্যে ৪ জন জয়েন্ট ডিরেক্টর সহ রয়েছেন এসপি, জিএসপি, ইনস্পেক্টর, সাব ইন্সপেক্টের-সহ অন্যান্য আধিকারিকরা। ফলে তৃতীয় জায়গা বেছে নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এর জন্য বেস ক্যাম্প তৈরি করা হতে পারে পোর্ট ট্রাস্টের জমিতে। 
তদন্ত হচ্ছে মূলত ৪টি জোনে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতা ও পশ্চিমাঞ্চল। ওইসব জয়েন্ট ডিরেক্টর সোজাসুজি দিল্লিতে সিবিআই ডিরেক্টরকে রিপোর্ট করবেন।

ইতিমধ্যেই তদন্তকারী দলের সঙ্গে বৈঠক করে কেস ফাইল গুলি নিয়ে নিয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা। প্রত্যেকটি মামলা গুরুত্ব দিয়ে পড়ে প্রয়োজনমতো তারা পৃথক পৃথক ভাবে নতুন এফআইআর করবেন। আর সিবিআইয়ের এই সক্রিয়তায় সুবিচারের আশা দেখছে হাজার হাজার আক্রান্ত পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *