চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ৩১ মার্চ: লকডাউন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষদের বাড়িতে নিরবচ্ছিন্ন কেবল টিভি পরিষেবার সংযোগ রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে অনুরোধ করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে বিরোধী দলনেতা বলেছেন, লকডাউন পরিস্থিতিতে রাজ্যের দিন আনা দিন খাওয়া, রিক্সা চালক, বাড়িতে কাজ করা পরিচারিকাদের আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এক্ষেত্রে বৈদ্যুতিক সংবাদমাধ্যমই একমাত্র রাজ্য তথা দেশের পরিস্থিতি সম্পর্কে জানাতে পারবে। সতর্কবার্তা পেয়ে সচেতনতা অবলম্বন করতে পারবেন মানুষজন। তাই তাদের বাড়িতে কেবল টিভির পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে উদ্যোগী হোক রাজ্য সরকার।
মান্নান জানিয়েছেন, লকডাউন পরিস্থিতিতে দরিদ্র মানুষের রুজি-রোজগার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এমতাবস্থায় তাঁদের বেঁচে থাকাই দুরুহ বিষয়। ফলে তারা কেবল টিভি দেখার জন্য মাসিক খরচ দিতে পারবেন না। তাই এমন কঠিন পরিস্থিতিতে সহায়-সম্বলহীন মানুষদের সচেতন করতে কেবল টিভি মালিকদের সঙ্গে সরকারের কথা বলা উচিত বলেই তিনি জানিয়েছেন। শুধু চিঠি লেখাই নয়, কেবল টিভির পরিষেবা গরিব জনতার বাড়িতে নিরবিচ্ছিন্ন রাখতে সোমবার মান্নান কথাও বলেছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে। মুখ্যসচিবও তাঁকে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।