নতুন দল গড়ে বিধানসভায় লড়াইয়ের সিদ্ধান্ত আব্বাস সিদ্দিকির

জে মাহাতো, আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১১ অক্টোবর: জল্পনার অবসান করলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিক। রবিবার ভাঙড়ের ভরা জনসভায় জানিয়ে দিলেন ডিসেম্বরেই নতুন দল ঘোষণা হবে। দল রাজ‍্যে ক্ষমতায় আসলে দলিত কিম্বা আদিবাসী সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী এবং মুসলিম সম্প্রদায় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হবে বলে ঘোষণা করেন তিনি।

২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দল। যার মধ্যে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী সহ বিভিন্ন জেলার একাধিক আসনে প্রার্থী দেবেন তাঁরা। রবিবার ভাঙড়ের চন্ডীপুর ফুটবল ময়দানে সভা করে একথা বলেন তিনি। তিনি বলেন, “ডিসেম্বর মাসে নতুন দল ঘোষণা হবে। আর জানুয়ারি তে জীবনতলায় লক্ষাধিক মানুষের উপস্থিতে সভা হবে।” তিনি হুংকার দিয়ে বলেন,”দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেস একটিও আসন পাবে না। আমরা অনেক আসন পাচ্ছি।” এদিন তিনি তৃণমূলের শক্ত ঘাঁটি ভাঙড়, ক‍্যানিং দখল করার হুশিয়ারীও দেন। এভাবেই তৃণমূলকে হুঁশিয়ারি দেন আব্বাস। যদিও আব্বাস সিদ্দিকির এই বক্তব্যকে পাত্তা দিতে নারাজ তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *