স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ অক্টোবর: রায়গঞ্জ শহরের খমজুজাঘাট ও কুলিক নদীর বন্দর ঘাটে দেবী দুর্গার বিসর্জন শুরু হয়ে গিয়েছে। তার সগেই পৌরসভার পক্ষ থেকে সুষ্ঠু ভাবে বিসর্জন সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়। বিভিন্ন বারোয়ারি, সর্বজনীন ও পারিবারিক প্রতিমাগুলি ঘাট সহায়কের হাতে তুলে দেওয়ার পর তারাই প্রতিমা জলে দিচ্ছেন।
ভয়াবহ এই অতিমারির পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে সকলে এই উৎসবে অংশ নিতে পারে যে জন্য পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। বিসর্জন দিতে আসা কর্মকার্তাদের মাস্ক বিতরণ ছাড়াও দর্শনার্থীদের স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।