রাজেন রায়, কলকাতা, ১৮ ডিসেম্বর: কোচবিহার, মালদা ও বালুরঘাটে তৈরি হচ্ছে বিমানবন্দর, আগামী সোমবার বিমানবন্দর পরিদর্শন করবে এএআই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। সোমবার মালদা বিমানবন্দর, মঙ্গলবার বালুরঘাট, বুধবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করবেন তারা। আরও দুটি বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্যের। পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হবে বিমানবন্দর।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের তৈরি হওয়া এয়ারপোর্টগুলি যাতে দ্রুত চালু করা যায়। এবার সেই মতো ভৎপর হল রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহেই কোচবিহার, মালদহ এবং বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। মূলত তিনটি এয়ারপোর্টের রানওয়ে দেখার পাশাপাশি বিমানবন্দর চালু করতে গেলে কী কী প্রয়োজন সেই বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করতে পারেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আধিকারিকরা। এমনটাই নবান্ন সূত্রে খবর।
সোমবার মালদহ এয়ারপোর্ট, মঙ্গলবার বালুরঘাট এয়ারপোর্ট ও বুধবার কোচবিহার এয়ারপোর্ট পরিদর্শন করবেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। মালদহের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যাতে দ্রুত এই এয়ারপোর্ট চালু করা যায়। সেই মোতাবেক মালদহ এয়ারপোর্টের রানওয়ে বাড়ানোর জন্য জমি অধিগ্রহণ ইতিমধ্যেই করেছে জেলা প্রশাসন। কোচবিহার বিমানবন্দর প্রস্তুত হয়ে গেলেও একাধিক জটিলতায় পড়েছে কোচবিহার বিমানবন্দর। সম্প্রতি কোচবিহার বিমানবন্দরের লাইসেন্স নবীকরণ করা হবে না বলেও আলোচনায় উঠে আসে। সে ক্ষেত্রে কোচবিহার বিমানবন্দরকে নতুন রূপে শুরু করার ফের উদ্যোগ নিয়েছে রাজ্য। যার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আধিকারিকদের পরিদর্শন অভার গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে নবান্নের আধিকারিকদের মত।
অন্যদিকে ইতিমধ্যেই বালুরঘাট এয়ারপোর্ট প্রস্তুত হয়ে রয়েছে। রানওয়ের কাজও ইতিমধ্যেই প্রস্তুত। সে ক্ষেত্রে এই তিন এয়ারপোর্ট চালু হয়ে গেলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা নিবিড় ভাবে বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, রাজ্যের আরও দুই জায়গায় এয়ারপোর্ট তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরুলিয়াতে একটি এয়ারপোর্ট করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।