আমফানের ক্ষতি পুরণের দাবিতে তীর ধনুক ত্রিশূল নিয়ে পথ অবরোধ ধর্না

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ সেপ্টেম্বর:
বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাড়োয়া, মিনাখাঁ ব্লকে আমফানে ক্ষতিগ্রস্তদের নিয়ে রাজনীতি হচ্ছে। প্রকৃতরা ক্ষতিপূরণ পাচ্ছে না, বিডিওর কাছে চাইতে গেলে পরোক্ষভাবে ভয় ও মারধর খেতে হচ্ছে। তারই প্রতিবাদে বসিরহাট টাউন হল থেকে ইছামতি ব্রিজ পর্যন্ত আদিবাসী জনকল্যাণ সমিতির তীর ধনুক নিয়ে মিছিল। পথ অবরোধ ধর্না, পুলিশের সামনে রীতিমতো তীর-ধনুক ত্রিশূল নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ দেখায়। পাশাপাশি বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে সামনে ধর্নায় বসেছেন সুন্দরবন জনকল্যাণ সমিতি আদিবাসী সমিতির কয়েকশো আদিবাসী পুরুষ ও মহিলা।

সমিতির নেতা সুকুমার সরদার বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা আমফানের টাকা পাচ্ছে না। এটা নিয়ে রাজনীতি হচ্ছে। চাইতে গেলে মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরা বসিরহাট মহকুমাশাসক বিবেক ভস্মের কাছে স্মারকলিপি দিতে এসেছি। যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান-বিক্ষোভ ধর্না চলবে। ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশবাহিনী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *