হাবড়ায় পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীর বাড়ি থেকে উদ্ধার বস্তাভর্তি আধার কার্ড

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ এপ্রিল: বস্তা ভর্তি আধার কার্ড, রেশন কার্ড ও ভোটার আইকার্ড সহ পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম গৌরঙ্গ সেন। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া থানার আটুলিয়া এলাকার। তার কাছ থেকে উদ্ধার হয় এক বস্তা আধার কার্ড, তাতে ১০১৭টি আধার কার্ড পাওয়া যায়। এছাড়া উদ্ধার হয় ১০৯টি রেশন কার্ড ও ১৯টি ভোটার আইকার্ড।

পুলিশ সূত্রের খবর, দীর্ঘ কয়েক বছর ধরে তিলজলা পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন হাবড়ার গৌরঙ্গ। সেখান থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ও একাধিক ব্যক্তির নথিপত্র বাড়ি নিয়ে চলে আসতেন। শনিবার রাতে তিলজলা পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৌরঙ্গের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে এসডিপিও রোহিত শেখের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযুক্ত ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায়। তার বাড়িতেই বস্তা ভর্তি মজুদ করা ২০১৭টি আধার কার্ড, ১০৯টি রেশন কার্ড এবং ১৯টি ভোটার কার্ড বাড়ি থেকে উদ্ধার করে। অভিযুক্তকে গ্রফতার করে পুলিশ।

তিলজলা পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার ভাস্কর দে বলেন, পোস্ট অফিস থেকে জিনিসগুলি চুরি করে নিয়ে আসেন গৌরাঙ্গ সেন। তবে কি করণে তিনি এই নথিগুলি নিয়ে আসেন তা বলতে পারবো না। তবে কি কারণে এত বিপুল পরিমাণ আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড তিনি বাড়িতে এনে রেখেছিলেন তা নিয়ে রহস্য বাধছে। ধৃত গৌরাঙ্গ সেনকে রবিবার বারাসত আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *