দুয়ারে নয়, তৃণমূল পার্টি অফিসে বসে করা হচ্ছে আধার লিঙ্ক, নলহাটিতে প্রতিবাদ বিজেপির

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৫ আগস্ট: দুয়ারে আধার লিঙ্ক। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাড়িতে বসে করার জন্য দুয়ারে দুয়ারে যাওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঠিকাদারের অধীনে কাজ করা লোকজন তৃণমূল কার্যালয়ে বসেই আধার লিঙ্ক করছে বলে অভিযোগ। এমনই ছবি ধরা পড়েছে বীরভূমের নলহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। ফলে অনেকে একটি নির্দিষ্ট দলের অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে অনীহা দেখাচ্ছেন।

কেন্দ্র ঘোষণা করেছে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে। দ্রুত এই কাজ শেষ করতে হবে। লাইন দিয়ে আধার লিঙ্ক করাতে গিয়ে মানুষের যাতে হয়রানির শিকার না হন সেই জন্য রাজ্য সরকার বাড়ি বাড়ি গিয়ে আধার লিঙ্ক করার নির্দেশ দিয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ঠিকাদার সংস্থার লোকজন শাসক দলের অফিসে বসে সেই কাজ করছেন। এর ফলে কিছু মানুষ আধার লিঙ্ক করাতে অনীহা প্রকাশ করছেন। বৃহস্পতিবার নলহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শিউরায় শাসক দলের অফিসে বসে কাজ করতে দেখা গিয়েছে ঠিকা সংস্থার কর্মীদের।

স্থানীয় বাসিন্দা তৃণমূল কর্মী আনজামুল হোক বলেন, “এখানে তৃণমূলের পক্ষ থেকে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা হচ্ছে। এর ফলে মানুষের সুবিধা হচ্ছে। আমাদের অফিসে এসে সহজেই আধার লিঙ্ক করে নিয়ে যাচ্ছে অনেকে।”

বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “বিরোধী দলের কর্মী সমর্থকরা যাতে আধার লিঙ্ক করাতে না পারে সেই ব্যবস্থা করেছে তৃণমূল। কারণ শাসক দলের অফিসে আমাদের কেউ যাবে না। সেই সুযোগে বিরোধীদের রেশন কার্ড বাদ দেওয়ার চেষ্টা চালাবে। আমরা এর প্রতিবাদ করছি। বিষয়টি প্রশাসনের নজরে আনব। সরকার বাড়ি বাড়ি গিয়ে আধার লিঙ্ক করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা যেন পালিত হয় তার আবেদন জানাব।”

নলহাটি ১ নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ বলেন, “বাড়ি বাড়ি গিয়ে আধার লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আমরাও সেই নির্দেশ অনুসরণ করতে বলেছি। আধার লিঙ্ক কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হচ্ছে না। সরকার করছে। কেন দলীয় কার্যালয়ে বসে করা হল খোঁজ নিয়ে দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *