ভুয়ো পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, জলপাইগুড়িতে গ্রেপ্তার এক যুবক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ সেপ্টেম্বর: আইনজীবী, চিকিৎসক আবার কখনো পুলিশের পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে অভিযুক্ত বৈষ্ণব ঘোষকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের বাড়ি শহর লাগোয়া গোমস্ত পাড়ায়, তদন্তে উঠে এসেছে ধৃত যুবক আইনজীবী, চিকিৎসক কিংবা পুলিশ নয়। বৃহস্পতিবার ধৃত যুবককে জেলা আদালতে তোলা হয়েছে।

বুধবার রাতে শিলিগুড়ির বাসিন্দা পেশায় ব্যবসায়ী পুস্কর দাসগুপ্ত কোতোয়ালি থানায় অভিযোগ করেন। পাশাপাশি এক স্কুল শিক্ষিকাও অভিযোগ করেন। ব্যবসায়ীর অভিযোগ, আইনজীবীর পরিচয় দিয়ে সরকারি স্কিমে টাকা বিনিয়োগ করার টোপ দিয়েছিল বৈষ্ণব। দফায় দফায় প্রায় দশ লক্ষ টাকা দিই। পরে জানতে পারেন সে আইনজীবী নয়, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। শুধু একজন নয়, এরকম একাধিক জনের কাছ থেকে টাকা নিয়েছে অভিযুক্ত যুবক বলে অভিযোগ উঠেছে। স্কুল শিক্ষিকার অভিযোগ, চিকিৎসকের পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা নিয়েছিল বৈনব৷ পরে জানতে পারেন সে চিকিৎসক নয়। এমনকি চিকিৎসকের ছবি ব্যবহার করে ওই যুবক। সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।

ব্যবসায়ী পুস্কর দাসগুপ্তের আইনজীবী শান্তুনু ভৌমিক বলেন, “আইনজীবী পরিচয় দিয়ে ২০২০ সালে থেকে কয়েক দফায় প্রায় দশ লক্ষ টাকা দিয়েছিলেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্ত করলে আরও খোঁজ পাওয়া যাবে।”

এক শিক্ষিকার পক্ষে আইনজীবী সৌজিত সিংহ বলেন, “স্কুল শিক্ষিকাকে চিকিৎসকের পরিচয় দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা নিয়েছিল। বিয়ে করার প্রস্তাব দেওয়া হয়েছিল। চিকিৎসকের ছবি ব্যবহার করা হয়। পরে জানা যায় সে চিকিৎসক নয়।”

পুলিশ জানায়, প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতকে আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *