terrorism, Baghdad, বাগদায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার উত্তরপ্রদেশের এক যুবক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ জুলাই: জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেফতার করল এটিএস। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। সোমবার উত্তর ২৪ পরগনার বাগদায় অভিযান চালায় অ্যান্টি টেরোরিস্ট স্কোয়ার্ড বা সন্ত্রাস দমন শাখা। জঙ্গিযোগে গ্রেফতার করে তিনদিনের ট্রানজিট রিমান্ডে ধৃতকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিক্রম রায়। পেশায় টোটো চালক। সোমবার বিকেলে তাকে বাগদার গাঙ্গুলিয়া থেকে ধরা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিক্রম রায়ের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগও রয়েছে। তবে নাশকতামূলক কার্যকলাপেও তার নাম জড়িয়েছে বলে খবর। সেই সূত্রে উত্তরপ্রদেশের এটিএস বিক্রমকে গ্রেফতার করেছে। আজই তাকে আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশে একটি মানব পাচারের ঘটনায় তদন্ত নেমে পুলিশ বিক্রমের নাম পেয়েছিল। পরবর্তী সময়ে আদালতে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর পরেই তাকে ধরতে উত্তরপ্রদেশ পুলিশ বাগদায় আসে। বাগদা থানা পুলিশের সহযোগিতায় এদিন তাকে গ্রেফতার করা হয়। তাদের আরও দাবি, টাকার বিনিময়ে তিনি বাংলাদেশ থেকে লোকজনকে এদেশে নিয়ে আসতেন। টাকার বিনিময়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে তাদের কাছে বিক্রি করতেন। বিক্রমের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের কথায়, “বিক্রম গরিব ঘরের ছেলে। টোটো চালায়। কোনও যাত্রী হয়তো ধরা পড়েছে। তার সঙ্গে ওর ফোনে কথা হয়েছিল। সেই সূত্রেই ওকে নিয়ে যাচ্ছে।” তাঁর আরও দাবি, “বিনা দোষে কোনও গরিব ঘরের ছেলেকে গ্রেফতার করা যাবে না। তবে যদি দোষ প্রমাণিত হয়, তবে আইন আইনের পথে চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *