অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ ডিসেম্বর: বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম খড়্গপুর টাটা রেল লাইনের সরডিহা স্টেশনে আচমকার চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে যায় এক তরুণী। তাকে দ্রুত উদ্ধার করে ঝাড়গ্রাম তৃণমূলের যুব সভাপতি হেমন্ত মাহাতো ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
ওই তরুণীর নাম সোমবারি সরেন। সে পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুরে একটি সংস্থায় কাজ করতো বলে জানা গিয়েছে। তার বাড়ি ঝাড়খন্ড রাজ্যের বজ্জুডি এলাকায়। ওই তরুণী ট্রেনে চেপে বাড়ি যাওয়ার সময় ওই ঘটনাটি ঘটে। ঠিক কি কারণে ওই তরুণী চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে রেল পুলিশ।