সাথী দাস, পুরুলিয়া, ২৬ আগস্ট: রাতের অন্ধকারে খুন হলেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ পুরুলিয়ার বলরামপুর থানার ঘাটবেড়া- কেরোয়া অঞ্চলের তিলাই গ্রামে। মৃতের নাম দয়াল রাজোয়াড় বয়স ৩৫। পেশায় তিনি রাজমিস্ত্রী।
মৃতের কাকা রবি রাজোয়াড় জানিয়েছেন, দয়াল ওই দিন কাজ সেরে বাড়ি ফিরেছিলেন। তারপর রাতে তিনি পুকুরে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। রাত ১০টা নাগাদ গ্রামের একটি ক্লাবের সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামের কয়েকজন যুবক।
খবর পেয়েই পরিবারের লোকজন ওই অবস্থায় তাকে বলরামপুরের বাঁশগড় গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৃতের ছেলে হেমন্ত রাজোয়াড় বলেছেন, পেটে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে। কে বা কারা ছিল তা জানা যায়নি। শুক্রবার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের নিয়ে যান। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান ত্রিপাক্ষিক সম্পর্কের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

