অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ সেপ্টেম্বর:
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত ব্যক্তির নাম ব্যক্তির নাম বুধুরাম সিং (২৮)। বাড়ি গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের পাচকাহনিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচকাহানিয়া গ্রামের বাসিন্দা দিলীপ সাহুর বাড়িতে বৈদ্যুতিক মটর লাগাতে গেছিলেন বুধুরাম সিং। ওখানেই অসাবধানতায় শখ খেয়ে মৃত্যু হয় ওই যুবকের। তারপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এই ঘটনা জানার পরই এলাকার শোকের ছায়া নেমে এসেছে

