সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ নভেম্বর:
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সদ্য যৌবনে পা দেওয়া এক যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বড়জোড়ার হরিরামপুরে। আজ সকালে বড়জোড়া থানার হরিরামপুর মোড়ের কাছে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শৌভিক সিংহ (১৮)। বাড়ি গঙ্গাজলঘাঁটি থানার শালবেদিয়া নবগ্রামে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা যানচলাচলের নজরদারিতে পুলিশের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, বড়জোড়া শিল্পাঞ্চলে দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। শিল্পাঞ্চল হওয়ায় যানবাহনের সংখ্যা যেমন বেড়েছে তেমনি নিয়ন্ত্রণহীন চালকের বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতাও বেড়েছে। পুলিশি নিয়ন্ত্রণ না থাকায় প্রায় দিনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বলে দাবি সিপিএম নেতা সুজয় চৌধুরীর। বিজেপি নেতা সুজিত অগস্হিও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন।
এদিনের দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা জানান, শৌভিক সিংহের মোটর বাইকের গতি বেশ জোরে ছিল। রাস্তার পাশে সাইকেল নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়েছিল। শৌভিক সিংহ হাটআশুড়িয়া পখন্না রোড ধরে বড়জোড়ার দিকে আসছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মেরে ছিটকে পড়েন। ওই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর দ্রুত গতিতে এসে বাইক আরোহীকে পিষে দেয়। স্থানীয়রাই যুবককে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।