পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: চোলাই মদ পাচারের সময় আবগারি দপ্তরের হাতে পাকড়াও যুবক। ভয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিতে গিয়ে মৃত্যু। ডেবরায় শুরু শোরগোল।
যুবককে মারধর করার ফলে মৃত্যু হয়েছে বলে অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদা এলাকার ঘটনায় রিতীমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম ডাক্তার সরেন।বাড়ি ডেবরার অনন্তবাড় এলাকায়। সোমবার ভোরে বাইকে করে গাড়ির টিউবে চোলাই মদ নিয়ে বাড়ি থেকে পূর্ব মেদিনীপুরের দিকে যাচ্ছিল ডাক্তার সরেন।লোয়াদা ব্রিজের পর ডেবরার আবগারি আধিকারিকরা তাকে ধরে ফেলে। টেনে তাকে গাড়িতেও তোলা হয়।তবে গাড়িতে তোলার পরে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় বলে আবগারি দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তৎক্ষণাৎ ডাক্তার সরেনকে আবগারি দপ্তরের পুলিশরা প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পিজি নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ডাক্তার সরেনের। আর তারপরেই বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে আবগারি দপ্তরের পুলিশের মারেই মৃত্যু হয়েছে ডাক্তার সরেনের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ডেবরা আবগারি দপ্তর।
মঙ্গলবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়ি নিয়ে আসা হবে বলে সুত্রের খবর। এই ঘটনার পরেই এলাকারবাসীরা ডেবরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।