জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ আগস্ট:
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত কুরুচিকর ভিডিও পোস্ট করার অভিযোগে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে। মেদিনীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পানপাড়া এলাকার বাসিন্দা ওই যুবক শুভজিৎ দে’কে শনিবার রাত দশটা নাগাদ গ্রেফতার করার পর আজ তাকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়।
সোশ্যাল মিডিয়ায় তার কুরুচিকর মন্তব্য করা ভিডিও দেখার পর স্থানীয় তৃণমূল নেতা তথা আইনজীবী শারিফ মোল্লা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে।
অভিযুক্ত শুভজিৎ দে শনিবার নিজের তৈরি একটি ভিডিও পোস্ট করে। সেই পোস্টে “বিজেপি সরকার আছে বলে আপনারা বেঁচে আছেন, যদি এত বিজেপি বিরোধী হন তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা মা বলেন তাকে নিয়ে পাকিস্তানে চলে যান। এখানে থাকার আপনাদের কোনো অধিকার নেই” বলে ওই যুবক মন্তব্য করে। তারপর স্থানীয় তৃণমূল নেতা তথা আইনজীবী শারিফ মোল্লা ওই যুবকের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি মূলক এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর বক্তব্য লাইভ করার অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর শনিবার রাতেই কোতোয়ালি থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবককে আজ মেদিনীপুরের বিশেষ আদালতে তোলা হয়েছে।