আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: করোনা আক্রান্তের খোঁজ মিলেছে পশ্চিম মেদিনীপুর জেলায়। জেলার দাসপুরে মুম্বাই থেকে আসা এক যুবকের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। মঙ্গলবার এই যুবককে পাঠানো হল বেলেঘাটাতে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই যুবক।
অন্যদিকে এই ঘটনার পর মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়ে দেন, এই যুবকের সাথে যারা যারা মেলামেশা করেছিলেন তাদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তিনি আরো বলেন, রাজ্য সরকারের ঘোষণা মতো স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার উপর থাকা জাতীয় সড়ক গুলোতে ১৬ টি পোস্ট করে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সুপার মঙ্গলবার সকলের কাছে আতঙ্কিত না হওয়ার আবেদন জানান। সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেন তিনি।