জনসাধারণকে সচেতন করতে করোনার মডেলে সজ্জিত নিজের গাড়ি নিয়ে প্রচারে এক যুবক

সুলগ্না ভট্টাচার্য, আমাদের ভারত, হলদিয়া, ১৫ এপ্রিল: করোনা মোকাবিলায় সাধারণ বাসিন্দাদের সচেতন করতে নিজের গাড়িকেই বিভিন্ন মডেলে সাজিয়ে তুলেছেন হলদিয়ার এক যুবক।

করোনা মোকাবিলায় ঘরে থাকাটা অত্যন্ত জরুরি, সেই বার্তাই দেওয়া হচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে। তার পরেও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। তাই সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন হলদিয়ার বাসিন্দা সফি আহমেদ।

করোনা ভাইরাসের প্রতীকী ছবি দিয়ে একটি গাড়িকে সাজিয়েছেন সফি। সেই সঙ্গে রয়েছে সচেতনতামূলক বিভিন্ন বার্তা। মাইক লাগিয়ে সচেতনতার বার্তাও ঘোষণা করা হচ্ছে। আর তার এই ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে পুলিশ।

পুলিশের অনুমতি নিয়েই সচেতনতার বার্তা প্রচার করতে ওই গাড়িটি নিয়ে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সফি। গাড়িতে মজুত রাখা হয়েছে চাল, ডাল স্যানিটাইজার, মাস্ক। যখন যার যা দরকার, সেই মত বিলিও করা হচ্ছে। এই গাড়ি নিয়ে কলকাতায় গিয়ে একবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করাই এখন লক্ষ্য সফির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *