স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ সেপ্টেম্বর: রং নাম্বারে ফোন যাওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো নবদ্বীপের চর স্বরূপগঞ্জ এলাকায়। মৃত্যু এক।
জানাগেছে, গত শুক্রবার সন্ধ্যের সময় চর স্বরূপগঞ্জের সুকান্ত পল্লী এলাকার অমিত দেবনাথ নামে বছর ২৬-এর এক যুবকের ফোন ভুলবশত একটি নাম্বারে চলে যায়। তারপরে শুরু হয় উত্তেজনা। ঐ এলাকার তৃণমূলের নেতা সঞ্জীব সমাদ্দার ওরফে কালু, অমিত দেবনাথ নামে ওই যুবককে ফোন করে ডেকে নিয়ে যায় এলাকার তৃণমূল পার্টি অফিসের সামনে। সেখানে বেধড়ক মারধর করা হয় তাকে।
ফের শনিবার সকালে আবারো তাকে ডেকে পার্টি অফিসের সামনে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সেই অপমানে অমিত দেবনাথ রবিবার দুপুরে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এরপর বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে মহেশগঞ্জ গ্রামিন হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরে এলাকার বাসিন্দারা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যেতে আড়াই ঘন্টা দেরি করে বলে অভিযোগ।
অন্যদিকে অভিযুক্ত সঞ্জীব সমাদ্দারের বাড়িতে ক্ষিপ্ত জনতা ভাঙ্গচুর করে। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সঞ্জীব সমাদ্দার তার দলবল নিয়ে এই এলাকায় দুষ্কৃতীরাজ চালায়। ভয়ে এলাকাবাসীরা কাউকে কিছু বলতে পারে না। মাথায় তৃণমূলের নেতাদের হাত থাকায় মুখ খুলতে ভয় পায় স্থানীয় বাসিন্দারা। ওই সঞ্জীব সমাদ্দারের ভয়ে ঐ এলাকার বাসিন্দারা বাড়িতে মহিলাদের একা রাখতে ভয় পায়।