স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২২ মে: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক যুবকের। জানা যায় ওই যুবকের নাম রাহুল ঘোষ, বয়স আনুমানিক ১৯ বছর। বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া বয়ড়ায়।
পরিবার সূত্রে জানাগেছে, চার মাস আগে পুনার একটি হোটেলে কাজে গিয়েছিল রাহুল। গতকাল সকাল ১০ টা নাগাদ মায়ের সাথে ফোনে কথা হয় ছেলের। কিন্তু এরপরেই ফোনে দুপুর দুটো নাগাদ খবর আসে ছেলে আর নেই। জানা যায়, গতকাল হোটেলে ডিউটিরত অবস্থায় ইলেকট্রিকের শক খায় রাহুল। তড়িঘড়ি হোটেল কর্তৃপক্ষ পুনার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।