স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ নভেম্বর: ছট পুজো দেখতে গিয়ে জলে পড়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কুলিক নদীর বন্দর ঘাটে। ইসলামপুরের বাসিন্দা মৃত যুবকের নাম সাধু রায় ( ৩০)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের বাসিন্দা সাধু রায় তাকর মাকে নিয়ে রায়গঞ্জে বন্দর এলাকায় দিদির বাড়িতে এসেছিল। শুক্রবার বিকেলে পরিবারের লোকেদের সাথে কুলিক নদীর বন্দর ঘাটে ছট পুজো করতে যায় সে। কুলিক নদীবাঁধের উপর বসেছিল সাধু রায়। এরপর বিকেলের পুজো শেষ হয়ে যাওয়ার পর বাড়ির লোক ফিরে আসলেও তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ দুপুরে এক ব্যক্তি কুলিক নদীতে মাছ ধরছিলেন। তাঁর বর্শিতে ভারী কিছু একটা বাঁধলে তিনি তা টেনে নদীর ধারে আনতেই দেখা যায় সেটি সাধু রায়ের মৃতদেহ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।