আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ মার্চ:
বাড়ির সেফটি ট্যাঙ্কের মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একুশ বছরের যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেগঙ্গার বেড়াচাঁপা পাড়ুঁইপাড়া এলাকায়। মৃত যুবকের নাম বিজয় পাড়ুঁই।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক দেড় বছর আগে বিয়ে করেছেন। নতুন বাড়ি তৈরি করছেন বাড়ির পাশে একটি সেফটি ট্যাঙ্ক তৈরি হয়েছে। সেই সেফটি ট্যাঙ্কের মোটর খারাপ হয়ে গিয়েছিল। রবিবার বিকালে সেই মোটর মেরামত করার কাজে হাত দেন বিজয় পাড়ুঁই।আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি সেখানেই
পড়েছিলেন। এরপর পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
দেগঙ্গা থানার পুলিশ সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।