স্বরূপ দত্ত, আমাদের ভারত, ২০ ডিসেম্বর: জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার মিঠাপুর এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ জুবের আলম। তার বাড়ি ডালখোলার ভুসামণি এলাকায়। এদিন সন্ধেয় কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফেরার সময় ডালখোলার মিঠাপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার জেরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের আত্মীয় থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।