সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৮ ডিসেম্বর: সাতসকালেই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। আরও দুই যুবক গুরুতর জখম অবস্থায় বাকুঁড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে আজ সকালে দেশুড়িয়া- ফুলবেড়িয়া রাস্তার উপর গঙ্গাজলঘাঁটি থানার নবগ্রামের কাছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোমনাথ ধীবর। জখম দুই ব্যক্তি হলেন, দয়াময় রায় ও দীপঙ্কর রায়। ৩ জনেরই বাড়ি গঙ্গাজলঘাঁটি থানার বেনাগাড়ি গ্রামে। সকলেরই বয়স ২২-২৩। এদিন ৩ বন্ধু মিলে একটি বাইকে করে বেলিয়াতোড় এলাকায় আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। সকালের প্রচন্ড কনকনে ঠান্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেলে সোমনাথ ঘটনাস্থলেই মারা যান। জখম বাকি দুজনকে আশঙ্কা জনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।