Accident, Mukutmanipur, মুকুটমণিপুর বেড়াতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ নভেম্বর: জেলার ভূস্বর্গ মুকুটমণিপুরে বেড়াতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। রবিবার বিকেলের পর কংসাবতী জলাধারের পাড়ের রাস্তায় এই ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে জলাধারের রাস্তা ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোয় এই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানাগেছে, মৃত যুবকের নাম মনোজিৎ মাহাতো (২১)। তার বাড়ি রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা যায়, মনোজিৎ তাঁর মামাবাড়ি রাইপুরের হলুদকানালীতে বেড়াতে এসেছিলেন। সেখানকার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সে মুকুটমণিপুর বেড়াতে যায়। জলাধারের পাড়ের রাস্তা ধরে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের গার্ডওয়ালে। এই ধাক্কার তীব্রতায় মোটরবসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তায় কয়েকবার গড়িয়ে যায় যুবকের শরীর ও মোটর সাইকেল। মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে তার।

স্থানীয় বাসিন্দারা জানান যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। এই মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবার সূত্রে জানাগেছে, মনোজিৎ রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *