পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে:
কেশিয়াড়ি থেকে বেলদা গামী ৫ নম্বর রাজ্য সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম মনদীপ সিং, বাড়ি বেলদা থানার কুশমুড়ি এলাকায়। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১০ টা নাগাদ। কেশিয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানাগেছে, কেশিয়াড়ি দিক থেকে বেলদার দিকে বাইক’কে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। পরে দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে উদ্ধার করে পুলিশ এবং ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। সন্দেহজনক একটি পিক আপ ভ্যান আটক করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া পরিবারে।