জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ২৫ এপ্রিল: বালি বোঝাই ডাম্পারে বালির গেজ পরিমাপের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার পানাগড় শিল্পতালুকে। পুলিশ সুত্রে জানাগেছে, মৃতের নাম তিতাস মির (২৭), কাঁকসার সিলামপুরের বাসিন্দা।
ঘটনায় জানাগেছে, পানাগড় শিল্পতালুকে নির্মিয়মান কারখানায় বালি সাপ্লাইয়ের কাজ করছিল। এদিন বালি বোঝাই ডাম্পারে লোহার রড দিয়ে গেজ পরিমাপ করছিল। ওই সময় আচমকাই ওই রড ওপরে থাকা হাইটেনশন বিদ্যুতের তারে কোনোভাবে লেগে যায়। তাতেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়ে যায়। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কাঁকসা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।