আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ নভেম্বর: বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে এক ছিনতাইবাজকে গ্রেফতার করল হাবরা থানা পুলিশ। গুলি ভর্তি আগ্নেয়াস্র সহ হাবরার ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সেলিম মাঝি(২৯)। বাড়ি স্বরূপনগর থানার ফদ্ধ সিং এলাকায়।
সুত্রের খবর, পুলিশের জেরার মুখে ধৃত জানিয়েছে, প্রায় সাড়ে সাত মাস পর চালু হয়েছে লোকাল ট্রেন। তাই রাতের শেষ ট্রেনে কলকাতা থেকে বাড়িতে ফেরেন অনেক নিত্যযাত্রী। রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে ট্রেন যাত্রীদের আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকাসহ সর্বস্ব লুটপাট করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল ধৃত যুবকের। পুলিশ জানিয়েছে, গত মে মাসের ২৩ তারিখ হাবরা থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ সেলিম মাঝিকে হাতেনাতে গ্রেপ্তার করেছিল হাবড়া থানার পুলিশ।
এছাড়া স্বরূপনগর থানা এবং সীমান্ত এলাকায় একাধিক ছিনতাই, চুরি, ডাকাতির ঘটনায় অভিযুক্ত সেলিম মাঝি। ইদানিং হাবড়া, গোবরডাঙা, মছলন্দপুর, অশোকনগর সহ একাধিক থানা এলাকা সাইকেল চুরির ঘটনায় সেলিমের নাম উঠে আসে পুলিশের কাছে। হাবড়া থানা পুলিশের পক্ষ থেকে শুক্রবার দুপুরে ধৃতকে তোলা হবে বারাসত আদালতে।