সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ মার্চ: চাকরি দেওয়ার নাম করে যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগদা থানার মণ্ডপঘাটা এলাকায়। মহিলার এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম উত্তম বিশ্বাস। বাড়ি স্বরূপনগর থানার কালঞ্চি এলাকায়।
অভিযোগ, সম্প্রতি এক দূরসম্পর্কের দাদার মাধ্যমে উত্তম বিশ্বাসের সঙ্গে তাঁর পরিচয় হয়। গৃহশিক্ষক হিসেবে নিজের পরিচয় দিয়েছিল উত্তম। পরিচয় হওয়ার কিছুদিনের মধ্যেই উত্তম তাঁকে অঙ্গনওয়াড়িতে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর জন্য ওই যুবতীর কাছ থেকে ২৩ হাজার টাকাও নেয়। অভিযোগ, গত সোমবার ফোন করে ওই যুবতীকে বাড়ি ডাকে উত্তম। উত্তমের কথায় বিশ্বাস করে ওই ভাড়া বাড়িতে গিয়েছিলেন যুবতী। তাঁর অভিযোগ, উত্তমের বাড়িতে যাওয়ার পরই তাঁকে কু-প্রস্তাব দেয় সে। এরপর বন্ধ ঘরে ধস্তাধস্তি চলে দু’জনের মধ্যে। বাগে পেয়ে যুবতীর মুখে গামছা বেধে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর মহিলাকে খুনের হুমকি দেয় বলেও অভিযোগ। মহিলার অভিযোগ পেয়ে শুক্রবার রাতে মণ্ড ভাটার ভাড়া বাড়ি থেকে যুবককে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। তাকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক।
স্থানীয় সূত্রের খবর, এই প্রথম নয় এর আগেও প্রচুর যুবতীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে উত্তম বিশ্বাস। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।