সুশান্ত ঘোষ, হাবড়া, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার এক যুবক। আপত্তিকর মন্তব্য করার জন্য বৃহস্পতিবার রাতেই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অশোকনগর ব্লক তৃণমূল নেতৃত্ব। অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম সুভাষ মণ্ডল। তৃণমূলের অভিযোগ, ফেসবুকে রাজ্যের মুখ্যমন্ত্রী নামে অশ্লীল ভাষায় গালিগালজ লিখে পোস্ট করেছে ওই যুবক। যুকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবিতে অশোকনগর থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান তৃণমূল যুবনেতা প্রদীপ সিং।
গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তৃণমূল ও বিজেপির নেতাদের মধ্যে তরজা শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতে তৃণমূলের যুবনেতারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে মুখ্যমন্ত্রী তাকে নিয়ে এমন মন্তব্য আমরা কোন ভাবেই মেনে নেব না। বৃহস্পতিবার রাতেই তৃণমূলের তরফে অশোকনগর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে রাতেই সুভাষকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। পুলিশ জানান, বিষয়টি নিয়ে একটি অভিযোগ জমা পড়েছে৷ যার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হয়।

