কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর:
গত দু’দিন ধরে লাগাতার বৃষ্টিতে বিভিন্ন নদীর জল হু হু করে বাড়ছে। ঘাটাল ব্লকের বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বন্যার জলে গ্রামবাসীদের মাছ ধরার প্রবনতা বাড়ে। সেরকমই আজ সকালবেলা মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক মহিলা। উদ্ধারকার্যে নেমেছে এনডিআরএফ টিম। ঘটনাটি ঘটেছে দেওয়ানচক২ গ্রাম পঞ্চায়েতের চৌকা এলাকায়।
জানা গিয়েছে, আজ সকালে দেওয়ান চক ২ গ্রাম পঞ্চায়েতের চৌকা গ্রামের মাঠে রাতে পেতে রাখা মাছ ধরার জাল তুলতে গিয়ে জলের তোড়ে ভেসে যান ঝর্ণা বাইরি নামে এক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুজি শুরু করে এনডিআরএফ টিম। নিখোঁজ মহিলার পরিবারের লোকজন ভেঙে পড়েছেন।
পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, কর্মাধ্যক্ষ বিকাশ কর, সুশান্ত মন্ডল এবং হাবিবুর রহমান ওই এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।