জয় লাহা, দুর্গাপুর, ১৫ জুলাই: বাড়ির পাশে রাস্তায় চিৎকার করে ফোনে কথা বলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বচসা। আর বচসা থেকে মারধর। প্রতিবেশী যুবকের ছুরির আঘাতে খুন এক মহিলা। পাশাপাশি গুরুতর আহত হয় তাঁর স্বামী। শুক্রবার এমনই রোমহষর্ক ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থূল পড়ল দুর্গাপুরের মুচিপাড়া এলাকায়। ঘটনায় পুলিশ অভিযুক্ত রানা সিংকে গ্রেফতার করেছে।
জানা গেছে, মৃতের নাম মনি মুর্মু, বয়স প্রায় ৪০ বছর। কাঁকসার মলানদিঘি ফাঁড়ির মুচিপাড়া এলাকায় দুই প্রতিবেশী এলাকার একটি বাড়িতে পাশাপাশি ভাড়া থাকেন। এদিন হঠাৎই ফোনে চিৎকার করে কথা বলাকে কেন্দ্র করে শুরু হয় ওই দুই প্রতিবেশীর বচসা৷ উত্তম মুর্মু’র স্ত্রী মণি মুর্মু রানা সিং’য়ের বাড়ির পাশের রাস্তায় সকালে ফোনে চিৎকার করে কথা বলে বলে অভিযোগ। রানা সিং রাতে ডিউটি সেরে সকালে বাড়িতে ঘুমোচ্ছিলেন ওই সময়। তাতে আপত্তি তুলে রানা সিংয়ের স্ত্রী জবা সিং তাকে অন্যত্র সরে যেতে বলেন। আর তাতেই ঘটে বিপত্তি। উত্তম মুর্মু’র স্ত্রী মণি মুর্মু’র সঙ্গে জবা সিংয়ের তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, রানা সিং ক্ষিপ্ত হয়ে মণি মুর্মু’কে মারধর করে। এর পরে ঘটনার খবর পেয়ে কাজ থেকে ফিরে উত্তম মুর্মু লোহার রড দিয়ে রানা সিং ও তাঁর স্ত্রী’কে মারধর করে বলে অভিযোগ। ক্ষুব্ধ হয়ে রানা সিং একটি ছুরি দিয়ে উত্তম ও মণি মুর্মু’কে একাধিকবার আঘাত করে বলে অভিযোগ।
তড়িঘড়ি এলাকাবাসীরা তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় মণিদেবীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন উত্তম মুর্মু। কাঁকসা থানার পুলিশ জানিয়েছে, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে।”

