আমাদের ভারত, ১ সেপ্টেম্বর: ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। যার পুরোভাগে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার এই ইস্যুতে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, একজন বাঙালি মহিলা গবেষকের কৃতিত্বকে অসম্মান করে ভোট ব্যবসা করা হচ্ছে।
সুকান্ত মজুমদার দাবি করেন, “কোনো রাজ্য সরকার সরাসরি ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করতে পারে না। কোনো রাজ্য সরকারের সেই অধিকার নেই। তাই এটা কিভাবে সম্ভব হল সবাই জানেন। বাংলার এক মহিলা গবেষকের কৃতিত্ব এটা। তার কৃতিত্বকে খাটো করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার তার এই কাজ দেখেই ইউনেস্কোতে যোগাযোগ করেছিল। অথচ এই কৃতিত্বকে ব্যবহার করে ভোট ব্যবসা করা হচ্ছে, ভোট রাজনীতি করা হচ্ছে।”
প্রসঙ্গত এর আগেও দুর্গাপুজো হেরিটেজ স্বীকৃতির কৃতিত্ব কেন্দ্রের বলে দাবি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ধন্যবাদ জানিয়েছিলেন নরেন্দ্র মোদীকে বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ২০১৬ থেকে তিনি চেষ্টা করেছেন। পুজো কার্নিভাল তার মস্তিষ্কপ্রসূত। পুজো করার জন্য সরকার ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা করে দিয়েছেন। কিন্তু সুকান্ত মজুমদার দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজো করেন না তিনি দুর্গা উৎসব করেন। কেন্দ্র সরকার ইউনেস্কোতে পাঠিয়েছিল তাই দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিসর্জন পিছিয়ে দিয়েছেন মহরমের জন্য।