আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ জুন: ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মাঝ বয়সীর মহিলার। বিদ্যুৎ দফতরের গাফিলতিতে মৃত্যু হয় ওই মহিলার বলে অভিযোগ মৃতের পরিবার ও গ্রামবাসীর৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরলাগোয়া পাতকাটা গ্রাম পঞ্চায়েতের নাউয়া পাড়ায়। মৃতার নাম আরতি দাস (৫০)।
এ দিন সকালে প্রতিদিনের মত ফুল তুলতে বের হয়েছিল আরতি দাস। বাড়ির সামনে বিদ্যুৎতের তার ছিড়ে পরেছিল বলে দাবি। গতকাল ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে যায়। কিন্তু বিদ্যুৎ দফতরে যোগাযোগ করা হলেও আসেনি কেউ। এ দিন ফুল তুলতে গিয়ে বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান৷ পরে বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
গ্রামবাসী শাহজাহান মহম্মদ বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। বিদ্যুতের লাইন বন্ধ করা থাকলে এভাবে মারা যেত না ওই মহিলা।” মৃতের আত্মীয় ফুলচাঁদ দাস বলেন,”বিদ্যুৎ দফতরের গাফিলতিতে এমন ঘটনা ঘটল। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে অভিযোগ করা হবে।” বিদ্যুৎ দফতরের আধিকারিক দীপেশ কুমার নায়েক বলেন, “খবর পেয়েই বিদ্যুৎ দফতরের কর্মীরা এসেছেন। দফতরের নিয়মে মেনে কাজ করা হবে।” পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে।