জে মাহাতো, আমাদের ভারত, ১১ জুন: কাঁথিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে কাঁথি থানার অন্তর্গত তৃপ্তি পেট্রোল পাম্পের কাছে। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
মাঠের মধ্যে শাক তুলতে ও মাছ ধরতে গিয়ে ফিরে আসার সময় দ্রুতগতিতে আসা একটি সুজুকি ওমনি গাড়ি ধাক্কা মারে ওই মহিলাকে। পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। জানা গেছে, মৃতার নাম গঙ্গা রানী পাল, স্বামীর নাম পদ্ম পাল।
পুলিশ সূত্রে জানা গেছে, কাঁথির কুড়ি নম্বর ওয়ার্ডের জালালখাঁবাড়ে তার বাড়ি। ঘটনাস্থলে জড়ো হয় পথচলতি মানুষ, সৃষ্টি হয় যানজট। স্থানীয়রা দেখতে পেয়েই খবর দেয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে, পাশাপাশি স্বাভাবিক করে যান চলাচল।