আমাদের ভারত, ২৩ আগস্ট: দেবদত্ত মাজি নেতৃত্বাধীন সিংহবাহিনী সংগঠনের ঘরওয়াপসি অভিযানের মাধ্যমে আরও এক মা ও তার সন্তানরা হিন্দু ধর্মে ফিরলেন। ফাতিমা হুসেন দৃষ্টি নাম গ্রহণ করে হিন্দু ধর্মে ফিরেছেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন দেবদত্ত মাজি নিজে।
দীর্ঘদিন ধরেই ধর্মান্তকরণের বিরুদ্ধে লড়াই করে চলেছে সিংহবাহিনী। এমনকি জোর করে যে হিন্দু তরুণী বা মহিলাদের ধর্মান্তরিত করা হয়েছে, তাদের আবার নিজ ধর্মে ফিরিয়ে আনতে নিরন্তর কাজ করে চলেছে সিংহবাহিনী। লাগাতার তাদের এই ঘরওয়াপসি অভিযান চলছে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে। সেই অভিযানেই আরো এক সফলতা এলো ফাতিমার ঘর ওয়াপসির হাত ধরে। ইসলাম ত্যাগ করে হিন্দু হলেন ফাতিমা হুসেন। হিন্দু ধর্ম গ্রহণ করে তার নাম এখন দৃষ্টি।
দেবদত্ত মাজি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ফাতিমা হুসেন দৃষ্টি হয়ে গেছেন। এখন থেকে তিনি আর কখনও কোনো জিহাদী বা সন্ত্রাসীকে জন্ম দেবেন না। তিনি ও তার সন্তানরা কখনও গোমাতাকে হত্যা করে গো-মাংস খাবেন না। এখন থেকে তার ও তার সন্তানের হৃদয় কখনো পাকিস্তানের জন্য স্পন্দিত হবে না।”
একই সঙ্গে সিংহবাহিনী সংগঠনের এই ঘরওয়াপসি অভিযানকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন দেবদত্ত মাজি এই পোস্টে।