কড়া নিরাপত্তা বেষ্টনি ভেঙে মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে চলে এলেন এক মহিলা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: কড়া নিরাপত্তা বেষ্টনি ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাছে চলে আসলেন এক মহিলা। সঙ্গে সঙ্গে থমকে গেল কনভয়। গাড়ির সামনের আসনে বসে ছিলেন মুখ্যমন্ত্রী। ওই মহিলার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরে।

এদিন সকাল সাড়ে ১০টার কিছু পর সার্কিট হাউস থেকে বেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের দফতরের সা‌মনে দিয়ে ছুটছিল মুখ্যমন্ত্রীর কনভয়। রাস্তায় দু’ধারে ছিল দড়ির ব্যারিকেড। পাহারায় ছিলেন পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা। হঠাৎ তাদের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে চলে এলেন চুড়িদার পরিহিত এক মহিলা। তাকে দেখে মেদিনীপুর কলেজ মাঠে সভায় যাওয়ার পথে দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর গাড়ি। মহিলাকে ছুটে আসতে দেখে নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে ঘিরে ফেলেন চারপাশ। ওই মহিলাকে ঘিরে ফেলেন তারা। গাড়ির সামনের আসনে ছিলেন মুখ্যমন্ত্রী। ওই মহিলার সঙ্গে তিনি কিছুক্ষণ কথা বলেন। এর পর ফিরে যান ওই মহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *