সাথী দাস, পুরুলিয়া, ১৮ নভেম্বর: শিশুর অধিকার সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সকলকে বেশি উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে ১৪ থেকে ২০ নভেম্বর সপ্তাহব্যাপী পালন হচ্ছে শিশু অধিকার সপ্তাহ। এবারের শিশু অধিকার সপ্তাহের থিম ‘স্কুলে যাব এবার, হব না চাইল্ড লেবার’। ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন ও শিশু অধিকার কমিশনের উদ্যোগে সারা জেলা জুড়ে শিশু অধিকার সপ্তাহ ২০২২, উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হচ্ছে।
প্রতিটি ব্লকের স্কুলের ছাত্রছাত্রীরা শিশু অধিকার বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অংশগ্রহণ করে। সরকারি আনন্দমঠ হোম ও আদ্রার হোমের আবাসিকদের জন্য আয়োজন করা হয়েছিল চিত্রাংকন প্রতিযোগিতা।

আজ পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনের সভা কক্ষে একটি অনুষ্ঠানে সাম্প্রতিক পরিস্থতি ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। প্রতিযোগিতায় সফলদের হয়ে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে জেলা শাসক কার্যালয় চত্বরে ছৌ নাচ ও নাটিকার মাধ্যমে এবারের থিমের উপর সমাজের প্রতি বার্তা পাঠানো হয়।

