সাথী দাস, পুরুলিয়া, ২০ জুন: ‘ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষে বাংলার বৈজ্ঞানিক অবদান’ শীর্ষক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান শুরু হল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে।
ছাত্র ছাত্রীদের বসে আঁকো, প্রবন্ধ রচনা, স্লোগান লেখার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে। এই ক্ষেত্রে বিষয় ভাবনা রাখা হয়েছে বাংলার গ্রাম, বাংলার উৎসব, বাংলার ঐতিহ্য, বাংলার বৈজ্ঞানিক ঐতিহ্য। এ ছাড়াও এই জেলার কবিদের নিয়ে একটি আলোচনা চক্র আয়োজিত হচ্ছে। সেখানে বাংলার বিজ্ঞানীদের সাফল্য, দেশ গড়ায় বাঙালি বিজ্ঞানীদের শ্রদ্ধাঞ্জলি প্রভৃতি বিষয় ভাবনা রাখা হয়েছে। বাংলার সংস্কৃতির উপর অনুষ্ঠানও রাখা হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও কর্মজীবন সম্পর্কে আলোচনা মূলক অনুষ্ঠান থাকছে বলে জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুব জ্যোতি চট্টোপাধ্যায় জানান।
অমৃত মহোৎসবে বাংলার অবদানকে স্মরণ করছে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র ছাত্রীরা অংশ নিচ্ছে।